রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সুইপার কলোনিতে রোববার (২৬ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ঋষি চাকমা। তিনি বলেন, ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঋষি চাকমা বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে ৩টা ২৬ মিনিটে। এরপর মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, সর্বশেষ রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে একজন আহত হয়েছেন। যাকে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : ঢাকা পোস্ট