রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘণ্টা খানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একুশ তলা ভবনের পঞ্চম তলায় সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনীর ধারণা।
খবর পেয়েই বাহিনীর কয়েকটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্র্যাক কর্মকর্তা নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পঞ্চম তলায় মানবসম্পদ বিভাগের একটি কক্ষে আগুন লেগেছিল; সেখানে প্রয়োজনীয় প্রচুর কাগজপত্র ছিল।
পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যও জানিয়েছেন এই কর্মকর্তা।
ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার জানান, আগুনে ভবনের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৭টার পর শাকিল নামে একজন লিফট অপারেটরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাতে তিনি দেখেছেন।
রাত সোয়া ৮টার দিকে দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
আগুনে কাগজপত্র, কম্পিউটার, টেলিফোন সেটসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
সূত্র: বিডিনিউজ