শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধাব্দ, বৃহস্পতিবার (৪ মে ২০২৩ খৃস্টাব্দ)। মহামতি গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ভোরে ৮৪ হাজার ধর্মস্কন্দ পূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মৈত্রী শোভাযাত্রা, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, গণপ্রব্রজ্যা, ধর্মালোচনা সভা, বুদ্ধকীর্তন, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ইত্যাদি।
ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের জানান, মহাসাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে ঘিরে এ বছরও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে বিগত বছরের ন্যায় এবারও ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজার আয়োজন করা হয়েছে। এতে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম দক্ষিণাঞ্চলসহ দেশের প্রত্যন্ত বৌদ্ধ জনপদের হাজারো পূণ্যার্থীরা অংশ নেন। আগের রাতে বৌদ্ধ ধর্মীয় নাটক, কীর্তন, গণপ্রব্রজ্যা, গণভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বনাশ্রম প্রাঙ্গণ অতীতের মতো পূণ্যার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠবে এমন প্রত্যাশা বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন থেরো‘র।
এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে রামুতে গঠিত হয়েছে রামু কেন্দ্রীয় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ ২০২৩। উপজেলার প্রতিটি বৌদ্ধ গ্রামের প্রতিনিধির সমন্বয়য়ে গঠিত পরিষদ এবছর বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আয়োজন করেছে রামু মৈত্রী বিহারস্থ সাদাচিং প্রাঙ্গণে।
রামু কেন্দ্রীয় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের নির্বাহী সভাপতি তরুণ বড়ুয়া জানান, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা। এ পূর্ণিমা তিথিতে মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ (মৃত্যুবরণ) করেছিলেন। ত্রিস্মৃতি বিজড়িত এ দিনটি বৌদ্ধদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
অপরদিকে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরো জানান- প্রতি বছরের ন্যায় এ বছরও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার শুক্রবার, ৫ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির উৎসবে পরিণত হয়।