রামু উপজেলায় কৃষি জমি থেকে টপসয়েল (মাটির উপরিভাগ) কেটে পাচার করায় ইউপি সদস্য সহ দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রামু উপেজলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়ে, ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় কৃষি জমির মাটি পাচারে ব্যবহৃত দুই ডাম্পার (মিনি ট্রাক) জব্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৩টায় ও রাত সাড়ে ৯টায় অভিযান দুটো পরিচালনা করা হয়েছে বলে জানিয়েন, ইউএনও ফাহমিদা মুস্তফা।
জানা গেছে, রামু উপজেলার রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে আব্দুল্লাহ কোম্পানি ও কামাল উদ্দিন নামে দুই ব্যক্তিকে জরিমানা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কামাল উদ্দিন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সদস্য।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধানমতে আব্দুল্লাহ কোম্পানিকে ৫০ হাজার টাকা এবং ইউপি সদস্য কামলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে দু’টি ডাম্পার গাড়িও আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।