বান্দরবানের লামায় কীটনাশকযুক্ত মশারী বিতরণকরা হয়েছে। বুধবার (১০ মে),এনজিও ব্যাকের উদ্যোগে ও একতা এনজেট এর সহায়তায় লামারমূখ হাইস্কুলে সকাল ১০ঘটিকায় ১,৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে এগুলো বিতরণ করা হয়।
এসময় বিতরণ কাজে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,একতার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম,৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহমদ, মহিলা কাউন্সিলর মরিয়ম বেগমসহসহ সংশ্লিষ্টরা।
প্রসংগত,এনজিও ব্যাকের উদ্যোগে ও একতা এনজেট এর সহায়তায় লামারমূখ হাইস্কুলে সকাল ১০ঘটিকায় ১,৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে এগুলো বিতরণ করা হয়।