রাষ্ট্রীয় সফরে বাহরাইন যাচ্ছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বাংলাদেশ সংসদীয় দলের দলনেতা হয়ে এশিয়ান পার্লামেন্টারী এসোসিয়েশনের ১৫-১৮ মে বাহরাইন সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদের ২৯৬, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ১৯ মে থেকে ২২ মে বাহরাইন থেকে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুবাই, আবুধাবি ও সারজাতে বসবাসরত কক্সবাজারের পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও‘র প্রবাসীদের সাথে জনসংযোগ এবং আলোচনা সভায় অংশ নেবেন। এক সপ্তাহের সফর শেষে এমপি কমল ২৩ মে দেশে ফেরার কথা রয়েছে।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি জানান, ঘুর্নিঝড় ‘মোখা‘ তাঁর নির্বাচনী এলাকায় আঘাত হানলে তিনি এ সফর বাতিল করবেন। এমপি কমল সম্ভাব্য ঘুর্নিঝড় ‘মোখা‘মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।