এক দিনের সরকারি সফরে রবিবার (২৮ মে) কক্সবাজার আসবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।
রবিবার সকাল ৯.৪৫টায় ঢাকা হযরত শাহাজাহান আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ১০.৫০টায় কক্সবাজার বিমান বন্দর থেকে রামুর উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
সকাল ১১.১০টায় রামু উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। এরপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। দুপুর দেড়টায় রামু উপজেলা হতে কক্সবাজার হোটেল রয়েল বিচ রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবেন।
বিকাল ৩টায় হোটেল রয়েল বিচ রিসোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ই-গর্ভন্যান্স ও উদ্ধাবন এবং শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন।
বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপির সফর সঙ্গী হিসেবে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব), সিনিয়র তথ্য অফিসার ও ব্যক্তিগত কর্মকর্তা, কর্মচারীগণ সাথে থাকবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সানোয়ার হোসেন প্রেরিত পত্র সূত্রে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।