বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগ, লামা উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১০ টায় লামা টাউন হলে লামা উপজেলা ও পৌর শ্রমিল লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় লামা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ. লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও জেলা সদস্য লক্ষীপদ দাশ,যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুছা কোম্পানী,লামা উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, জেলা শ্রমিক লীগের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সুব্রত দাশ।
এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আ. লীগের দুই যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং, মোঃ ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি বড়ুয়া, মোঃ আলমগীর, পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিকসহ প্রমূখ।
প্রসংগত, লামা উপজেলা শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা কমিটিতে সভাপতি পদে মোঃ নাছির উদ্দীন, সম্পাদক মোঃ শাহেদ উদ্দীন,পৌর শাখাতে সভাপতি পদে উশোথৌয়াই মার্মা,সম্পাদক মোঃ নুরুল আবসার শামীম এর নাম ঘোষণা করা হয়। আরও আগামী ১৫ (পনের) দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।