এটিএন নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়ার পিতা, রামু উপজেলা আওয়ামীলীগের সদস্য সুখেন্দু বড়ুয়া আর নেই। তিনি সোমবার, ২৯ মে বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার সদর হাসপাতালে পরলোকগমন করেছেন। সুখেন্দু বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজারীকুল গ্রামের মৃত ধীরেন্দ্র বড়ুয়ার ১ম ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
পারিবারিকসূত্রে জানা গেছে- মঙ্গলবার (৩০ মে) দুপুর ১ টায় হাজারীকুল শ্মশানে সুখেন্দু বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
অর্পণ বড়ুয়া জানান- তাঁর পিতা দীর্ঘদিন বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে সাংবাদিক অর্পন বড়ুয়ার পিতা, প্রবীন আওয়ামীলীগ নেতা সুখেন্দ বড়ুয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাঁকে একনজর দেখার জন্য সোমবার বিকালে রামুর হাজারীকুলস্থ বাড়িতে শোকার্ত মানুষ ভীড় জমান।
এমপি কমলের শোক
এটিএন নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য অর্পন বড়ুয়ার পিতা, রামু উপজেলা আওয়ামীলীগের সদস্য সুখেন্দু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় এমপি কমল বলেন- সুখেন্দু বড়ুয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলের জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন। তিনি ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডেও সম্পৃক্ত ছিলেন। তাঁর মতো আদর্শিক ব্যক্তির প্রয়াণে সমাজে অপূরণীয় ক্ষতি সাধিত হলো। এমপি কমল- সুখেন্দু বড়ুয়ার পরকালীন সদগতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রামু প্রেস ক্লাবের শোক
এটিএন নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য অর্পন বড়ুয়ার পিতা, রামুর প্রবীন আওয়ামীলীগ নেতা সুখেন্দু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ-সভাপতি এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য এইচবি পান্থ, প্রসূন বড়ুয়া, আহমদ ছৈয়দ ফরমান, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, হাবিবুর রহমান সোহেল, শিপ্ত বড়ুয়া, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, সহযোগি সদস্য প্রকাশ সিকদার ও মিজানুল হক।
বিবৃতিতে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ সুখেন্দু বড়ুয়ার পরকালীন সদগতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।