সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, শিক্ষার্থীদের মনের আনন্দ ধরে রাখতে হবে। পড়ালেখা করে অনেক বড় মানুষ হতে হবে। এমন দক্ষতা অর্জন করতে হবে, যে কাজে সফলতা নিয়ে আসবে। শিক্ষার্থীর আনন্দ সারা জীবন থাকে, যখন সে সুশিক্ষিত হয়ে সম্মানের আসনে পৌঁছাতে পারে।
তিনি বলেন, যারা ছাত্র অবস্থায় যারা সৌখিনতার মধ্যে থাকে, তারা প্রতিষ্ঠিত হতে পারেনা। পড়ালেখা করেও তারা হারিয়ে যায়। যারা পড়ালেখা করেছে, সৌখিনতার মধ্যে ছিলো না, তারাই আজ প্রতিষ্ঠিত।
সোমবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফারুখ আহমদের ২১তম মৃত্যু বার্ষিকী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
প্রধান অতিথি এমপি কমল বলেন, মিছিলে যেতে যেতে শিখেছি মানুষের দাবি আদায়ের কথা কিভাবে বলতে হয়। তোমাদের বড় হতে হবে। তোমাদের বড় করার জন্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশটি স্বাধীন হয়েছে। তোমাদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সাহস করে নিজেরা এগিয়ে যাও। বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি দেশ স্বাধীন না হতো। তাহলে আজ আমাদের অবস্থান রোহিঙ্গাদের চেয়েও আরও খারাপ হতো।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমান সরওয়ার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নাহার।
কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফারুখ আহমদের কর্মময় জীবনকে স্মরণ করে বক্তারা বলেন- মরহুম আলহাজ্ব ফারুখ আহমদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি হয়েও শিক্ষার প্রসার ও জনকল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। রামুর অবহেলিত জনপদ কাউয়ারখোপে তিনি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে পুরো এলাকা আলোকিত করেছেন। তিনি ছিলেন সত্যিকারের দেশ প্রেমিক। তাঁর অবদান এ জনপদের প্রতিটি মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কৃতিসন্তান আলহাজ্ব ফারুখ আহমদ ১৯৭৫-৭৬ সনে সর্বাধিক রপ্তানিকারক হিসেবে রাষ্ট্রপতি পদক এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার সিআইপি নির্বাচিত হয়েছিলেন। তিনি একক অনুদানে প্রতিষ্ঠা করেন অনেক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। যার মধ্যে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য। গত ১৪ এপ্রিল ছিলো বরেণ্য ব্যক্তিত্ব আলহাজ্ব ফারুখ আহমদের ২১ তম মৃত্যুবার্ষিকী।
শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় বার্ষিকী অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কক্সবাজার সিটি কলেজ গভর্নিংবডি সদস্য নুরুল হক, জেলা আওয়ামীলীগ নেত্রী মুসরাত জাহান মুন্নী, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মো. শহীদুল্লাহ সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ছড়াকার-সাংবাদিক কামাল হোসেন, রাজারকুল ইউপি সদস্য সাহাব উদ্দিন, ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রজেক্ট সসমন্বয়কারী জুয়েল তালুকদার, রাজনীতিক নুরুল ইসলাম নাহিদ, ওসমান গণি, নুর আল হেলাল, মোহাম্মদ বেলাল প্রমুখ।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জায়েদের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত এ অনু্ষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওসমান গণি।
সোমবার দুপুরে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি সহ বিশেষ অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের স্বাগত জানান এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। আলোচনা অনু্ষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।