আমাদের রামু ডটকম:
কক্সবাজারের ১৭ বিজিবির আওতাধীন রেজু বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শ ৪৫ পিস ইয়াবা সহ ১ পাচারকারীকে আটক করেছেন।
এ সময় ইয়াবা বহনের দায়ে একটি সিএনজি গাড়ি জব্দ করেন।
রেজু বিজিবির কমান্ডার ফেরদৌস মোল্লা আমাদের রামু ডটকমকে বলেন, ২৮ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০ টার দিকে রেজু চেকপোষ্ট এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি কক্সবাজার থ ১১-৩১২২ গাড়িটিতে তল্লাশী চালিয়ে ইয়াবা সহ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত পাচারকারী টেকনাফ উপজেলার সাবরাংয়ের মৃত এখলাছ মিয়ার ছেলে মংগু মিয়া (৩০) বলে জানা গেছে।
আজ বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ইয়াবা ও জব্দকৃত গাড়ির মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি সুত্র আমাদের রামু ডটকমকে জানিয়েছেন ।