পেকুয়া প্রতিনিধি
আঃ রামু ডটকম:
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী চিরদেয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কোনাখালী খেলোয়াড সমিতি চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল রোববার বিকেলে শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় কোনাখালী খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম ইলেভেন ওয়ারিয়র্স।
টানটান উত্তেজনা পূর্ণ খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কোনাখালী খেলোয়াড় সমিতির গোলরক্ষক জিকু প্রতিপক্ষের পরপর দুইটি বল আটকালে কোনাখালী খেলোয়াড় সমিতি ৩-২গোলে জয় পায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ীদলের জিকু।
পরে শিলখালী চিরদেয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও চারবারের ইউপি সদস্য শামশুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খাঁন, কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছাবের, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, কোনাখালী খেলোয়াড় সমিতির স্বত্ত্বাধিকারী ও কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, শিলখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কাজিউল ইনসান প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, টুর্ণামেন্টের সমন্বয়কারী ও সাবেক ইউপি সদস্য আবু তাহের, শেখ ফরিদুল আলম, দিদারুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, আবদুল হামিদ হানিফ, তৌহিদুল ইসলাম, তানজিমুল ইসলাম জিসাদ প্রমুখ।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের জাতীয় চ্যাম্পিয়ন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, প্রধান শিক্ষক ও কোচদের সংবর্ধনা দেওয়া হয়।