নাসিরনগরের ঘটনায় পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘আমি নিজে এই মামলা পর্যবেক্ষণ করছি। যারা হামলা করেছে তারা কোনও ধর্মের লোক নয়। যারা ওইদিন সমাবেশ করেছে তাদেরও দায়িত্ব নিতে হবে।’খবর বাংলা ট্রিবিউনের।
মঙ্গলবার বিকাল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, একটি গ্রুপ ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে র্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ‘আসেন আমরা পেছনের মূল খেলোয়াড়দের ধরি। আমরা বলেছিলাম ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গিদের বের করে আনবো। আজ আমরা জঙ্গিদের ছিন্নভিন্ন করে দিয়েছি। এই ধরনের হামলা করতে আসলে কেউ যাতে ফিরে যেতে না পারে সেজন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ইসকন এর উপদেষ্টা কৃষ্ণ কীর্তন ব্রক্ষচারী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান প্রমুখ।