এম.এ আজিজ রাসেল:
চকরিয়ার মছনিয়াকাটা থেকে ৩টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর এএসপি মোঃ সোহেল মাহমুদ পিপিএম জানান, মছনিয়াকাটার উত্তর ডেবলতলী কাঁচা রাস্তার উপর অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করার গোপন সংবাদ পেয়ে লেঃ আশেকুর রহমান ও সিনিয়র এএসপি সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার মৃত গুরা মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ (৩৫), মৃত আবদুল্লাহর পুত্র জয়নাল আবেদীন (৩৫) ও আবুল হাশেমের পুত্র মোহাম্মদ আলী (৩২) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রাস্তার পূর্ব পার্শ্বে ঝোঁপের ভেতর থেকে আরো একটি একনলা বন্দুক পাওয়া যায়। জব্দকৃত মালামালসহ আটকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হবে।