আমাদের রামু প্রতিবেদক :
রামুতে ইপসা-কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের জোট সদস্যদের ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদস্থ বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইপসা কক্সবাজার এর প্রকল্প ব্যবস্থাপক এ,কে,এম মনিরুল হক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ি ফরিদুল আলম চৌধুরী ও সাংবাদিক সোয়েব সাঈদ।
সভায় জানানো হয়, রামু মন্ডলপাড়াস্থ ইপসা-কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের আওতাধিন আইন সহায়তা কেন্দ্রে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আইনী সহায়তা দেয়া হচ্ছে। তাই উপজেলার বিভিন্ন এলাকার নির্যাতিত, অধিকার বঞ্চিত ও আইনী সহায়তার অভাবে দূর্ভোগের শিকার লোকজন এ কেন্দ্রে এসে বিনাখরচে আইনী সহায়তা লাভ করবে। এ জন্য সিএলএস জোট সহ এলাকার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিদের সহায়তা কামনা করা হয়।
সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন আইন সহায়তা কেন্দ্র রামু অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ আজাদ ও শিপন বড়ুয়া। অনুষ্ঠানে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের আওতাধিন সিএলএস জোটভুক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।