খালেদ শহীদ:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, রামু সম্প্রীতির অঞ্চল। খবর সন্ধানে সাংবাদিকদের খবরের কাছে যেতে হয়। রামুতে এসে রামু সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে গেছে। দূর থেকে রামুর নেতিবাচক দিকটাই শুধু আমরা জেনেছি, রামুর অনেক অনেক ইতিবাচকতা রয়েছে। রামুতে সম্প্রীতির চেহারা বিরাজ করছে। কাছে না আসলে রামুর ইতিহাস ও ইতিবাচক সেই দিক সম্পর্কে কিছুই জানতাম না। সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতারা সম্প্রীতির অঞ্চল রামুর অসাধারণ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। দেশ ও জাতির উন্নয়নে সম্প্রীতির অঞ্চল রামুর মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছেই থাকতে হবে। ইতিহাস ঐতিহ্য জানতে রামুর কাছে আসতেই হবে। গত সোমবার (৭ নভেম্বর) রাত ৮টায় রামুর ওসমান ভবনে সাংবাদিকদের নেতা এ সব কথা বলেন।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে রামুর ওসমান ভবনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজসভার আয়োজন করেন, কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সাইমুম সরওয়ার কমল এমপি’র অতিথি পরায়ণে মুগ্ধ হন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক সহ সংগঠনের নেতা ১৩ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সাংবাদিকদের নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সম্প্রীতির রামুর মানুষের মাঝে শান্তির অবস্থা বিরাজ করছে। রামুর ভিক্ষু ও বৌদ্ধ নেতৃবৃন্দরা প্রশান্তির কথা বলেছেন। সহবস্থানে সম্প্রীতি বিরাজ করছে বলে জানিয়েছেন। রামুতে না আসলে এ অঞ্চলের সবধর্মের সহবস্থান ও অতিথি পরায়ণের কথা জানা হতো না। এ জন্যেই সাংবাদিকদের খবরের কাছে যেতে হয়।
সাংবাদিক নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল সহ জনপ্রতিনিধিরা রামুর মানুষের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারক এমনকি প্রধানমন্ত্রীর সামনেও সাংবাদিকরা কথা বলতে পারেন। প্রধানমন্ত্রীকে রামু সম্পর্কে নতুন ভাবে জানান দিতে পারবেন ঢাকা থেকে আসা সাংবাদিক নেতারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দিরে ও বসতবাড়িতে হামলার কথা উল্লেখ করে বলেন, আমরা অন্তত বিশ্বাস করতে পারি যে, নাসিরনগরে যারা এ অপকর্ম সংঘটিত করেছে, তাদের বিচার হবে। বাংলাদেশের সম্প্রীতিবদ্ধ মানুষ তাই বিশ্বাস করে।
ওসমান ভবনের সাংস্কৃতিক সন্ধ্যায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ‘রামু’ দেশের একটি অনন্য ঐতিহাসিক স্থান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রাজস্বী গ্রন্থে রামুকে ‘শহর’ বলেছেন। রামুতে হিন্দু, বৌদ্ধ ও ইসলামের ইতিহাস ঐতিহাস যেমন রয়েছে, তেমনি এ অঞ্চলে অনেক বিদগ্ধ জ্ঞানী-গুনী মানুষেরও জন্ম হয়েছে। রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি বহু প্রাচীন, এখানকার মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা-সৌহার্দ্যতাও অনেক অনেক দিনের পুরোনো।
এমপি কমল বলেন, সাংবাদিকদের নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের নেতৃত্বে দেশের সর্বোচ্চ পেশাদার সাংবাদিক সংগঠনের নেতারা রামুতে এসে, রামু সম্পর্কে নতুন ভাবে ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন। এজন্য আমরা অনেক বেশি আনন্দিত ও ধন্য হয়েছি।
সন্ধ্যায় রামুর ‘ওসমান ভবনে’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা পৌঁছালে অতিথিদের স্বাগত জানান, সাংসদ সাইমুম সরওয়ার কমল। সাংবাদিক অতিথিদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গালোকে’ গানে কন্ঠশিল্পী প্রবীর বড়ুয়া, রায়হান উদ্দীন, আবু হায়দার ওসমান, বিভাষ সেনগুপ্ত জিগমী, বশিরুল ইসলাম, মানসী বড়ুয়া, সোনিয়া বড়ুয়া, রবিউল হাসান, রাজিব বড়ুয়া, আনিকা অতিথিদের বরণ করে নেন।
এসময় নৃত্যশিক্ষক জয়শ্রী বড়ুয়ার পরিচালনায় শিশুশিল্পী সাংবাদিক কন্যা মনস্বিতা বড়ুয়া কুইন ও চন্দ্রিমা শর্মা’র প্রদীপনৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাদের সাংবাদিক নেতাদের সাথে পরিচয় করিয়েদেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় অতিথি সাংবাদিকদের হাতে সাংসদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন শিশুশিল্পীরা।
উপস্থিত সুধীদের কাছে অতিথি সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক। রামু প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচয় অতিথি ও সুধীজনদের কাছে উপস্থাপন করেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া। সাংবাদিক অর্পন বড়ুয়ার সাবলিল সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মানসী বড়ুয়া দ্বৈত গান ‘ময়ূরকন্ঠী রাতেই নীলে, আকাশে তারাদের ওই মিছিলে’ এবং সাংবাদিক আহসান সুমনের কন্ঠে গান অনুষ্ঠানস্থলকে আন্দোলিত করে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকার সভাপতি সাবান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রামের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক এসএম সাদিক, তোফায়েল আহমদ, শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার, নওরশের আলী খান, জিএম স্বজল, প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, এডভোকেট আয়াছুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল কুদ্দুছ রানা, জিএম রউফ, আছিফ সিরাজ, আতিউল করিম, গোলাম মোস্তফা, আবুল কালাম আযাদ, জহির সোহেল, হাবিবুর রহমান মিলন, আছাদুজ্জামান, আরিফ রহমান, আনিসুজ্জামান, জাবেদ, প্রনব বল, মনিরুজ্জামান, পল্লব, রবীন্দ্র পাল এবং কক্সবাজার ও রামু সহ ১৩ জেলার সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক নেতৃবৃন্দরা সাংসদ সাইমুম সরওয়ার কমলের ভোজসভায় অংশ নেন।
বিকাল ৪টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা রামুর উত্তর মিঠাছড়ি ‘বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র’ ও ‘ভুবন শান্তি একশ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধ মূর্তি’ পরিদর্শনে আসলে, অতিথিদের পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে রামুতে বরণ করেন, রামু প্রেসক্লাবের সাংবাদিক আমীর হোসাইন হেলালী, খালেদ শহীদ, নীতিশ বড়ুয়া, এইচ বি পান্থ, সুনীল বড়ুয়া, এম আবদুল্লাহ আল মামুন, খালেদ হোসেন টাপু, সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান, আবুল কাশেম। পরে অতিথিরা ‘ভুবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি’র কাছে পৌঁছালে তাঁদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান, ওই প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন, ‘বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র’ ও ‘ভুবন শান্তি একশ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধ মূর্তি’ প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুণাশ্রী থের।
পরে সাংবাদিক অতিথিরা রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে গেলে অতিথিদের স্বাগত জানান, বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু। এ সময় অতিথিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় থের।
বিহার পরিদর্শন শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমের সৌজনে আয়োজিত আপ্যায়নে অংশ নেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি শহীদুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাবান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন।
সাংবাদিক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আপ্যায়ন সভায় অনুভূতি ব্যক্ত করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু প্রেসক্লাব উপদেষ্টা তপন চক্রবর্তী।
সাংবাদিক নেতৃবৃন্দের সম্পানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, জেলা আওয়ামীলীগ সদস্য জাফর আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমন্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, তরুন বড়ুয়া, শামশুল আলম চেয়ারম্যান, নুরুল হক, জেলা আওয়ামীলীগ নেতা মুসরাত জাহান মুন্নী, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, আবদুল মাবুদ, ফরিদুল আলম, সৈয়দ নজরুল ইসলাম, মফিজুর রহমান, কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, শাহ আলম, চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, সাবেক চেয়ারম্যান এমএম নুরুচ্ছাফা, সিরাজুল ইসলাম ভূট্টো, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, স্বেচ্ছাসেবকলীগ নেতা এড. মোজাফ্ফর আহমদ হেলালী, তপন মল্লিক, আবুবক্কর ছিদ্দিক প্রমূখ।