আমাদের রামু প্রতিবেদক:
‘ক্লিন রামু, গ্রীন রামু’ এই প্রতিপাদ্যে রামু ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যেগে ১২ নভেম্বর শনিবার সকালে রামু চৌমুহনী বাস স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করা হয়।
জনসচতেনতামুলক এই কর্মসূচীর সমর্থনে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আয়োজিত ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, স্কুল ছাত্রী জয়িতা বড়ুয়া প্রমুখ।
পরে রামু ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিবর্গ তথা সচেতন মহল বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, পোষ্টার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন।