নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের কাছে ৪০ রানে হেরেছে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব। ১২ নভেম্বর কক্সাবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দু’দলের খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্স আপ ট্রপি তুলে দেন খেলোয়াড়দের মাঝে।
২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ। উক্ত বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারে ক্রিকেট প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ।
সকালে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম। তারা ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ করে ১৩১ রান। ১৩২ রান টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে কক্সবাজার সংগ্রহ করে ৯১ রান। ফলে চট্টগ্রামের কাছে ৪০ রানে হেরে যায় কক্সবাজার। সর্বোচ্চ ৩৪ রান নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রায়হান উদ্দিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী, পরিচালক সাইদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাইজুদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক আবু তাহের,সাংবাদিক আবদুল কুদ্দুস রানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, কবি কামরুল হাসান।
এর আগে গতকাল সকালে প্রীতি ম্যাচের উদ্ভোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুশ শরফ হাসাপাতালের কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু। এতে বক্তারা বলেন,-প্রতিবন্ধিদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার অন্যতম পন্থা হচ্ছে খেলাধুলা। দৃষ্টি প্রতিবন্ধি এসব খেলোয়াড়রা জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে, তারা আর্থিকভাবে লাভবান হবে, তারা বয়ে আনবে দেশের সুনাম।তারা এক-একজন দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। তবেই অসম্ভবকে সম্ভব করা যাবে।
আয়োজকরা জানান, ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ৪ বছর পর এবার ২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপে অংশ নেবে। এর প্রস্তুতি হিসেবে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের অর্থায়নে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর সহযোগিতায় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও ক্রিকেট ম্যাচ হয়। প্রশিক্ষণ এবং ম্যাচে যারা ভালো করেছে তাদের নিয়ে গঠিত হবে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।
কক্সবাজার ব্লাইন্ড ক্লাবের সভাপতি এম.এম সিরাজুল ইসলাম বলেন- ‘এখানে প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। অন্য খেলায় বিশ্বকাপ পাওয়ার আগে ব্লাইন্ড ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দিতে পারবে ।’