আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজার লয়ার্স এন্ড স্টুডেন্ট এসোসিয়েশন উদ্যোগে “আইনি সচেতনতা ও সামাজিক উন্নয়ন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় শহরের চার তারকা মানের উইনডি ট্যারেচ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বার এসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবী রিদুওয়ানুল কবির।
এতে বিশেষ অতিথি ছিলেন ইউনির্ভাসিটি অব ল’ লন্ডন এর শিক্ষার্থী তুহিন খাঁন ইমরান, কক্সবাজার হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার, ইউনিভার্সিটি অব ওয়েলস ((ইচঞঈ) লন্ডন এর ওয়ালিউর রহমান।
বক্তব্য রাখেন, কক্সবাজার লর্য়াস এন্ড স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উল্লাহ কাউছার নূরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডি.কে ধর বাবু, অর্থ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুন কামাল, কক্সবাজার আইন কলেজের আহবায়ক, মীর হোসাইন, ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিনিধি তাহেরুল ইসলাম, রাশেদুল হক রাশেদ, সমশেদ লায়লা মিলি, ইফতেখার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তুষার, আল আমিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ সাহেদ, রুবেল সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লিগ্যাল এন্ড জাস্টিস ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক এডভোকেট রিদুওয়ানুল কবির বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় সোনার বাংলা গঠনে আইনি ছাত্রদের ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠিকে বিনা পয়সায় আইনি সেবা সহায়তা সংগঠনের সদস্যদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তুহিন খাঁন ইমরান বলেন, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় আইনের ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নে বাংলাদেশ গঠনে কাজ করার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে সমাজ সেবক আবুল কাসেম সিকদার বলেন, সামাজিক উন্নয়ন মূলক কাজ কর্মে আইনি ছাত্রদের ভূঁয়শী প্রশাংসা করেন।
এরূপ আইনি সচেতনতা মূলক আরো অনেক সেমিনারের মাধ্যমে জনগণকে আরো সচেতনতার প্রতি গুরুত্বরূপ করেন।