আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার মামলার পলাতক আসামি নুরুল কবিরকে (৫০) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল কবির জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মৃত মকতুল হোসেনের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের আমাদের রামু কে জানান, মানবপাচার মামলার আসামি নুরুল কবির দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় অবস্থান করছে এমন খবরে শুক্রবার রাতে সোনারপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নুরুল কবিরের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার স্ত্রী রেবী আক্তারের বিরুদ্ধেও মানবপাচারের অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলে মানবপাচারের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি খায়ের।