সোয়েব সাঈদ, বিশেষ প্রতিবেদক
আমাদের রামু ডটকম:
রামুতে গভীর রাতে মুসলিম মেয়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনকালে জনতার হাতে গনধোলাইয়ের শিকার হয়েছেন সাধন কৃষ্ণ সুশীল নামের এক পল্লী চিকিৎসক।
রবিবার ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টায় রামুর রাজারকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গনধোলাইয়ের শিকার পল্লী চিকিৎসক সাধন কৃঞ্চ সুশীল রামুর চাকমারকুল কলঘর বাজারের মেসার্স এসএইচ ফার্মেসীর মালিক। তিনি ওই ফার্মেসীতে স্বঘোষিত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিতর্কিত চিকিৎসক সাধন কৃষ্ণ সুশীল রামু ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফারিকুল গ্রামের গিরিন্দ্র বাবু সুশীলের ছেলে। তাদের পূর্ববসতি চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল আলম জানান, রাতে স্থানীয় এক মুসলিম মেয়ের (পরিচয় গোপন রাখা হলো) সাথে অবৈধ সম্পর্কে জড়ালে স্থানীয় লোকজন তাদের দেখে ফেলে। এসময় উত্তেজিত জনতা সাধন কৃষ্ণ সুশীলকে মারধর করে বেধে রাখে। পরে পরিবারের সদস্যরা এসে বিচারের অঙ্গীকার দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
জানা গেছে, পল্লী চিকিৎসক সাধন কৃষ্ণ সুশীলের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।