আঃ রামু ডেস্ক:
সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের অনুমতি পেল বিএনপি
আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জাতীয় কাউন্সিলের অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।
আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান ।
রিজভী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি দেওয়া সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।
ইতোমধ্যে কাউন্সিল সফল করার জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কাউন্সিল যথা সময়ে সম্পন্ন করতে জেলায় জেলায় দলের শীর্ষ নেতারা সফর করবেন।
এছাড়া প্রতিটি জেলা থেকে দু`জন মহিলা কান্সিলরের নাম কেন্দ্রে পাঠাতে প্রতিটি জেলার নেতাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বলেওে জানান রিজভী। একই সঙ্গে আন্দোলন সংগ্রামে নিহতদেরও নামের তালিকা চাওয়া হয়েছে শাখাগুলো থেকে।
২৩ জানুয়ারির দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেসময় কাউন্সিলের জন্যে বিএনপির প্রথম পছন্দ ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে অনুমতি না মিললে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা সোহরাওয়ার্দী উদ্যান।
প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।