এমনিতে বৃষ্টির আসা-যাওয়া ধর্মশালায় মোটামুটি নিয়মিত ব্যাপার। হুট করেই বৃষ্টি নামে, অনেক সময়ই থেমেও যায় চট করে। শুক্রবার সকাল থেকে কয়েকবার বৃষ্টি নেমেছে আর থেমেছে।
শুক্রবার দুপুরে ওমান-নেদারল্যান্ডস ম্যাচে টসের পরপরই আরেক দফা বৃষ্টি নামে। খুব ভারী বৃষ্টি নয়, তবে চলে টানা। ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
স্থানীয় সময় পৌনে ছয়টার দিকে বৃষ্টি থামে। পানি শুকাতে মাঠে নেমে যায় ৬টি সুপার সপার। কিন্তু পাহাড়ে শেষ কথা বলে কিছু নেই! স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় যখন পিচের কভার সরানো হচ্ছিল, তখনই আবার নামে বৃষ্টি। নির্ধারিত সময়ে টসও আর হয়নি।
খানিক বাদে বৃষ্টি আবার থামে। ধর্মশালার মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো; কিন্তু এভাবে বৃষ্টি হতে থাকলে খেলা হওয়ার সম্ভাবনা কম।
বৃষ্টির কারণে খেলা না হলে নেদারল্যান্ডসের মতো বাদ পড়বে আয়ারল্যান্ডও। বাংলাদেশ-ওমান গ্রুপের শেষ ম্যাচে ঠিক হবে কোন দল যাবে সুপার টেনে।
(বিডিনিউজ)
সম্পাদক ও প্রকাশকঃ প্রজ্ঞানন্দ ভিক্ষু
© ২০২২ আমাদের রামু ডট কম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যোগাযোগঃ ০১৮৩৫ ৬১৬ ৯৫১ ইমেইলঃ [email protected]