শুক্রবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃষ্টির জন্য বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। বৃষ্টির বাধায় তাও খেলা সম্ভব হয়নি। টানা বৃষ্টির জন্য বাংলাদেশ ইনিংসের ৮ ওভারের পর ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
সৌম্য সরকারের সঙ্গে তামিমের দারুণ ব্যাটিংয়ে ৪ ওভারেই পঞ্চাশ পার হয় বাংলাদেশের সংগ্রহ। তাদের ৪.৪ ওভার ৬১ রানের স্থায়ী উদ্বোধনী জুটি দলকে এনে দেয় দারুণ সূচনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানান, নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে সতর্ক ব্যাটিংয়ের এবার নিজেদের সেরা খেলাটাই খেলতে চেয়েছিলেন তারা।
“নেদারল্যান্ড ম্যাচ নিয়ে কিছুটা দুর্ভাবনা ছিল। প্রথম ম্যাচ, নতুন জায়গা। আমরা সেরাটা খেলতে পারিনি। আজকে যতটুকু খেলা হয়েছে সেটা ভালো হয়েছে। পুরোটা খেলতে পারলে জানি না কি হতো। আমরা আসলে যেভাবে খেলতে চাই, আজকে সেভাবেই খেলতে পেরেছি। আমরা এমন শুরুই চেয়েছিলাম।”
এশিয়া কাপের ফাইনালেও বৃষ্টির বাধায় পড়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৫ ওভারে নেমে আসা সেই ম্যাচে এমন বিস্ফোরক ব্যাটিং করতে পারেননি তামিম-সাব্বির রহমানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে একই ভুল করেননি তারা, শুরু থেকেই চড়াও হয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পথেই ছিলেন তারা।
“নেদারল্যান্ডসের বিপক্ষেও আর এশিয়া কাপের ফাইনালেও আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল। আজকেও সেই একই পরিকল্পনা ছিল। আজকে আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি সেদিন আমরা পারিনি, এটাই ভিন্নতা।
(বিডিনিউজ)
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
সম্পাদক ও প্রকাশকঃ প্রজ্ঞানন্দ ভিক্ষু
© ২০২২ আমাদের রামু ডট কম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যোগাযোগঃ ০১৮৩৫ ৬১৬ ৯৫১ ইমেইলঃ [email protected]