পলাশ বড়ুয়া:
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও পাতাবাড়ি আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বেরতপ্রিয় মহাথের পরলোক গমন করেছেন (অনিচ্চাবত সংখারা.. তেসং বুপো সামো সুখো)।
আজ ১৩ মার্চ (সোমবার) পৌনে ৩টায় কক্সবাজার জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭১ বৎসর বয়সে ভদন্ত বেরতপ্রিয় মহাথেরো শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা যায়, প্রয়াত রেবতপ্রিয় মহাথের গৃহী জীবনে রত্নাপালং ইউনিয়নের কোটবাজারস্থ সাতবাড়িয়া পাড়ার মাষ্টার ক্ষীরোধ চন্দ্র বড়ুয়ার তৃতীয় পুত্র এবং প্রয়াত শাসনবংশ মহাথের’র প্রথম শিষ্য।
সংসার ত্যাগ পরবর্তী তিনি আবাল্য ব্রহ্মচারী বৌদ্ধ ভিক্ষু হিসেবে ৪৭ বর্ষাবাস (ওয়া) ধর্মপ্রচার করেন। মৃত্যুকালে তিনি ভিক্ষু জীবনে শিষ্য-প্রশিষ্য এবং গৃহীজীবনের অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান ।
প্রয়াত রেবতপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান ১৬ মার্চ (বৃহস্পতিবার) বলে জানিয়েছেন পাতাবাড়ী আনন্দ ভবন বিহার পরিচালনা কমিটির সভাপতি কলেজ শিক্ষক প্লাবন বড়ুয়া। তবে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি এমনটি জানালেন তিনি।