আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাথে কোডেক ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যেগে তরুণ আলো শীর্ষক এক মত বিনিময় সভা আজ ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, আলোচনায় অংশ নেন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া, তরুণ রাজনীতিবিদ তপন মল্লিক, শিক্ষক নেতা মাষ্টার কেলসন বড়ুয়া, রামু খিজারীর সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, মুখ্য আলোচক ছিলেন প্রকল্প সমন্বয়ক হেলাল উদ্দিন, সঞ্চালক ছিলেন কোডেক এর রামু ম্যানেজার শাহদাত হোসেন।
সভায় জানানো হয় ছাত্র-ছাত্রীদের নীতি, নৈতিকতা, সচেতনতা বৃদ্ধির সহায়তা ছাড়াও তরুণ সমাজের বেকার সমস্যার সমাধান, তাদের মেধা বিকাশ ও সামগ্রিক উন্নয়নে কোডেক ও মানুষের জন্য ফাউন্ডেশন কারিগরী প্রশিক্ষনসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।