আলীকদম প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলায় মো: শাহীন (১০) ও মো: গফুর আলম (১২) দুই সহোদর ভাই ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার বেলা ২টার দিকে নিজ বাড়ী থেকে ছেলে দুটি নিখোঁজ হয়। নিখোঁজ দুই শিশু আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আব্বাস কারবারি পাড়ার বাসিন্দা জয়নাল আবেদীন এর ছেলে এবং নিচের কলারঝিরি তৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ৩য় শ্রেনির ছাত্র।
এদিকে ছেলেকে না পেয়ে তার দরিদ্র পরিবার শোকে ডুবে আছে। শিশু দুইটির মা রাজিয়া বেগম জানান, গত ৯ মার্চ বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় ছেলে দুটি বাড়ীতে রেখে মা দিনমজুরের কাজে চলে যায়। বেলা ২টার দিকে বাড়ীতে এসে ছেলে দুটিকে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেন কিন্তু ছেলে দুটিকে কোথাও পাওয়া যায়নি।
ছেলে দুটির গায়ের রং ফর্সা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় মো. শাহীনের গায়ে জলপাই রংয়ের টি শার্ট পরণে চেকের লুঙ্গি এবং মো. গফুর আলমের গায়ে জলপাই রংয়ের টি শার্ট পরণে জিন্স প্যান্ট ছিল।
এ বিষয়ে আলীকদম থানায় ১৪ মার্চ একটি হারানো ডায়েরি করা হয়েছে (ডায়েরি নং-৬০২।