অরুপম বড়ুয়া :
বান্দরবানের লামা উপজেলায় বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ব্যবসায়ী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পেশাজীবি মানুষের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী লামা পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহীনেওয়াজ, লামা প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, ব্যবসায়ীরা সৎ মন মানসিকতা নিয়ে ব্যবসা করলে আইন ব্যবহারের প্রয়োজন হয় না। তাই সমাজ ও দেশের মানুষের স্বার্থে সৎভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। এসময় অন্যদের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।