এম.এ আজিজ রাসেল:
শহরের জলাবদ্ধতা নিরসনে এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ নালার অবৈধ দখল উচ্ছেদ করবেন বলে গত ১৩ মার্চ ঘোষণা দিয়েছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান। ঘোষণা অনুযায়ী মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা। শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। শুরুতেই গুরুত্বপূর্ণ ১৪টি স্থাপনার অংশ বিশেষ ভাঙ্গা হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান, শুরুতেই গুরুত্বপূর্ণ ১০টি স্থাপনার অংশ বিশেষ ভাঙ্গা হয়েছে। ধারাবাহিকভাবে তালিতাভূক্ত ১২৯ দখলদারের দখল উচ্ছেদ করা হবে। জলাবদ্ধতামুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
গত ১০ মার্চ দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হঠাৎ ভারী বৃষ্টি হলে শহরের প্রধান সড়ক জলাবদ্ধতার পাশাপাশি ময়লা পানিতে টুইটুম্বুর হয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে পর্যটকসহ সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতেই শহরের এমন দৈন্যদশার মূল কারণ নালা দখল করে স্থাপনা নির্মাণ। তাই নালা দখলকারীদের উচ্ছেদের দাবী জোরালো হয়ে উঠে। শহরবাসীর দাবির প্রেক্ষিতে ১৩ মার্চ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পৌর মেয়র ঘোষণা দেন ৩০ মার্চের মধ্যে সব অবৈধ নালা দখলকারীদের উচ্ছেদ করা হবে। আর না পারলে পদত্যাগ করবেন তিনি। এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে অভিযান শুরুর প্রহর গুণে সাধারণ মানুষ। প্রতিজ্ঞা মোতাবেক বৃহস্পতিবার থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান।
সাহসী এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। উচ্ছেদ অভিযান সফল হলে অবসান হবে শহরবাসীর চির দুঃখ জলাবদ্ধতার। এতে সত্যি হবে ২০ বছরের স্বপ্ন।