আমাদের রামু প্রতিবেদক:
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে ঘিরে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
এদিন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘খুশীর দিন, সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন’ ‘স্বাস্থ্যসেবার অধিকার, এ দিনটার অঙ্গিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম রাসেল, ডা. সাইদুল মোস্তাকিন, ডা. উম্মে হানি, পরিসংখ্যানবিদ পংকজ পাল, ফার্মাসিষ্ট সমর শর্মা, এ এইচ আই দুলাল বড়ুয়া, শফিউল আজম, স্বাস্থ্য সহকারী সুকুমার ধর প্রমুখ।
সভায় রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ছড়াকার দর্পণ বড়য়া তাঁর রচিত ‘যুদ্ধে সজীব ১০০ মুজিব ছড়া’ গ্রন্থখানি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নানকে উপহারস্বরুপ প্রদান করেন।
সভাশেষে দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মৌলানা নুরুল আলম। পরে কেক কেটে আনন্দ উৎসবের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।