সোয়েব সাঈদ:
কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই দক্ষিণ মিঠাছড়ির ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে একাকার হয়ে যায়। তাই দক্ষিণ মিঠাছড়িসহ রামুর বন্যা কবিলত এলাকাগুলোতে শীঘ্রই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। অতীতে এখানকার সংসদ সদস্য দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়নে একটি টাকাও ব্যয় করেননি। যে কারণে এখানকার যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছিলো। কিন্তু বর্তমান সরকারের বিগত ৩ বছরে ইউনিয়নের সড়ক নির্মাণসহ শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। এ ইউনিয়নের অন্যান্য সড়কগুলোর সংস্কার কাজ শীঘ্রই শুরু করা হবে। দক্ষিণ মিঠাছড়ির সম্ভাবনাময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারিভাবে সহযোগিতা দেয়া হবে।
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে ইউনুচ ভূট্টো গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে সাংসদ কমল এসব কথা বলেন।
েআজ শুক্রবার (১৭ মার্চ) বিকালে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তীব্র প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনাল খেলায় চৌফলদন্ডী ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি নিশ্চিত করে স্বাগতিক দক্ষিণ মিঠাছড়ি ফুটবল একাদশ। দলের পক্ষে খেলার প্রথম এবং দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন দক্ষিণ মিঠাছড়ি একাদশের খেলোয়াড় মনছুর।
খেলা শেষে টূর্ণামেন্টের উদ্যোক্তা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া প্রমূখ।
মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ শফি, দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নীহার কান্তি চক্রবর্তী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুর রশিদ, ছৈয়দ আলম, ইউপি সদস্য মো. খলিল, মোহাম্মদ হোসাইন ও আবুল কালাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি রাহমত উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম, যুবনেতা মো. ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংসদ কমল আরো বলেন, ‘এলাকার প্রতিটি ছাত্রছাত্রীকে সুশিক্ষা নিশ্চিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য কক্সবাজার-রামুর ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশে যেতে হলে আমি ব্যক্তিগত তহবিল থেকে তাদের আর্থিক সহযোগিতা দেবো’। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকার সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যার ছোঁয়া এখন কক্সবাজার ও রামুর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। এখন বিদ্যুতের লোডশেডিং নেই। ১০ টাকা দরে চাল পাচ্ছে অসহায় গরিব জনতা। বেড়ে গেছে মাথা পিছু আয়। দরিদ্র পরিবারের শিশুরাও এখন শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেছেন।
এরআগে বেলা আড়াইটায় সাংসদ কমল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জ্বিনের ঘোনা এলাকায় নব প্রতিষ্ঠিতি ইউনুচ ভূট্টো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া একইদিন সকালে সাংসদ কমল কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে এবং দুপুরে’ বাহারছড়া জামে মসজিদে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার ছেলে আকদ অনুষ্ঠানে যোগদান করেন।