ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় ১২লিটার চোলাই মদসহ নাছির উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার নতুন ঘোনা থেকে পেকুয়া থানার এসআই মোহাম্মদ উল্যাহের নেতৃত্বে একদল পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে তার বসতঘর থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত ১২ লিটার চোলাই মদ উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী একই এলাকার নুরুল কাদেরের পুত্র।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচাজ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।