ক্রীড়া ডেস্ক :
উপমহাদেশের সমর্থকরা একটু বেশিই কট্টর। যখন কোনো ক্রিকেটার ভালো খেলেন তখন তাকে প্রসংশায় ভাসান। আবার যখন কোনো ক্রিকেটার খারাপ খেলেন, তখন সমালোচনার তীক্ষè তীরে তাকে বিদ্ধ করেন।
সমালোচনার ভাষাটা গঠনমূলক হলে সমস্যা ছিল না। কিন্তু উপমহাদেশের সমর্থকদের সমালোচনার ভাষাটা সভ্যতার সীমা ছাড়িয়ে যায়। ব্যতিক্রম নয় বাংলাদেশের সমর্থকদের ক্ষেত্রেও। সমর্থকরা যখন দ্ব্যর্থবোধক ভাষায় কোনো খেলোয়াড়ের সমালোচনা করেন সেটা কিন্তু ওই খেলোয়াড়ের নিকটাত্মীয়রাও দেখেন। সেগুলো দেখে তাদের মনও বিষাদে ভরে উঠে।
এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারের নিকটাত্মীয়দের যেতে হচ্ছে। সাকিব আল হাসানের স্ত্রী সাকিব উম্মে আল হাসানও (উম্মে আহমেদ শিশির) এমন পরিস্থিতির শিকার হয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সাকিবের সমালোচনায় মুখর। কিন্তু সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখান। তার ১১৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লিড নিতে পেরেছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম সাকিব আল হাসানের বন্দনায় মুখর। প্রসংশার ফুলঝুড়ি ছুটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কিন্তু এমন সময় সাকিব আল হাসানের স্ত্রী শিশির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দিলেন খ্যাদোক্তির স্ট্যাটাস। তিনি সেখানে লিখেছেন, ‘Another crime! Please bring those 100 runs home so we can make curry out of it and eat them since you play for yourself!!! It sure did not do any good. (আরেকটি অপরাধ! দয়া করে ওই ১০০ রান গুলো বাসায় নিয়ে এসো যাতে করে আমরা ওগুলোর তরকারি বানাতে পারি এবং খেতে পারি, যেহেতু তুমি নিজের জন্য খেলো!!! এটা নিশ্চয়ই ভালো কিছু করোনি।)’
আজ শুক্রবার। ঠিক আগের দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সাকিবের সমালোচনায় মুখর। সেটি শিশিরও দেখেছেন। তাইতো আজ সেই সমালোচনার জবাব তিনি ফেসবুকে দিয়েছেন খ্যাদোক্তি সহকারে। অন্যদিকে সাকিব আল হাসান দিয়েছেন মাঠে। সেঞ্চুরি হাঁকিয়ে, ইতিহাস গড়ে।
সূত্র: রাইজিংবিডি।