শওকত ইসলাম:
রামু উপজেলার জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়িতে নবনির্মিত রিয়াজ উল আলম সড়ক পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় জনসাধারণ কর্তৃক নামকরণ হওয়া এ সড়কটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ইউপি সদস্য আব্দুচ্ছালাম আযাদ, জসিমুল ইসলাম, নুরুল ইসলাম, আবু তালেব, নুরুল ইসলাম, সমাজসেবক ওবাইদুল হক প্রমূখ। এছাড়াও এতে স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, পশ্চিম নোনাছড়ির মানুষের ভালোবাসায় আমি ঋণী হয়ে গেলাম। পশ্চিম নোনাছড়ি এলাকার মানুষের যাতায়াত ও সব ধরনের যানবাহন চলাচলের সুবিধার্থে এ সড়কটির ভবিষ্যতে সম্প্রসারণ করা হবে। জোয়ারিয়ানালা ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোর উন্নয়নে কাজ করার জন্য স্থানীয় চেয়ারম্যান প্রিন্সের প্রতি অনুরোধ জানান তিনি।