আন্তর্জাতিক ডেস্ক:
চীনের ‘নিষেধাজ্ঞা স্বত্ত্বেও’ ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। আসছে ১ এপ্রিল আসামের গুয়াহাটি পৌঁছাবেন শান্তিতে নোবেলজয়ী এই আধ্যাত্মিক নেতা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, গুয়াহাটিতে দুইদিন অবস্থানের পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল সফরে যাবে তিনি। যদিও রাজ্যটির তাওয়াং যাওয়ার বিষয়ে আপত্তি করেছে চীন।
এদিকে চীনের পক্ষ থেকে এরই মধ্যে দালাই লামার অরুণাচল সফর নিয়ে আপত্তি তোলা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, দালাই লামা ভারতের সম্মানিত অতিথি। তিনি তার খুশিমতো ভারতের যেকোনো জায়গায় যেতে পারেন।
ভরতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আসামে প্রথমদিন আসাম ট্রিবিউন পত্রিকার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তার লেখা ‘মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল’ বইটির অসমিয়া ভাষায় ‘মোর দেশ, মোর মানুহ’ প্রকাশ করা হবে। পরদিন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভাষণ দেবেন দালাই লামা। পরে সেখান থেকে যাবেন অরুণাচলে। বৌদ্ধধর্মের প্রচার ও প্রশিক্ষণই তার অরুণাচল সফরের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, অরুণাচলের চীন সীমান্তবর্তী তাওয়াং যাওয়ার কথা দালাই লামার। আর এতেই চীনের আপত্তি।
সূত্র: বাংলা ট্রিবিউন।