এম.এ আজিজ রাসেল:
“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাচঁবে দেশ” এ প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ২৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেবা প্রাপ্তির লক্ষ্যে যে কেউ সরকারি, বেসরকারি বা অন্য যে কোন দপ্তরে আসলে সংশ্লিষ্ট সেই দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীদের সেবা প্রদানে মন-মানসিকতা পরিবর্তন করে উদার হতে হবে। দুর্নীতির জন্য যারা দায়ী বা এ ধরনের কাজ কোথায় হচ্ছে সেইসমস্ত স্থানগুলো চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যে কোন কাজে দালালশ্রেনী বা মধ্যস্বত্ত্ব ব্যক্তিদের প্রতিরোধ করতে হবে। এ লক্ষে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও (রাজস্ব) মোহাম্মদ আনোয়ারুল নাসের, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।