রুকেন বড়ুয়া:
দেশের বিভিন্ন স্থানে চলামন জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কসমূহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনঃরায় কার্যালয়েএসে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহ্বায়ক টিপু দাশ,পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইসমাইল, আশিষ বড়ুয়া যুগ্ন আহ্বায়ক আশুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সিলেটের শিববাড়ি,সীতাকুণ্ড ও বিমান বন্দর,র্যাবের সংরক্ষিত স্থানসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি
হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।