আমাদের রামু প্রতিবেদক:
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। কেবিনেট মন্ত্রী পদে ৮টি পদের বিপরীতে অংশ নেয় ১২ জন প্রার্থী।
মোট ভোটার সংখ্যা ছিল ৫০৪ জন। তার মধ্যে ৪৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। ৩টি বুথে ভোট গ্রহন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেণীর ছাত্রী সাজিলাতুন্নেছা তান্হা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন নবম শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার এবং অষ্টম শ্রেণীর ছাত্রী ফারহানা আমান। এছাড়া ৩ জন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ৬ জন, ও স্কাউটের ৯ জন শিক্ষার্থী আইনশৃংঙ্খলার দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিদর্শন করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিঠির সম্মানিত সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, অত্র উপজেলার একাডেমিক সুপারভাইজার ওবাইদুল হক ও সহকারী শিক্ষকবৃন্দ।
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ফজিলাতুন্নেসা তোহফা (৭ম শ্রেণী) সর্বোচ্চ ৪৪৩ ভোট, কানিজ ফারহানা আখিঁ (৮ম শ্রেণী) ৪১৭ ভোট, উম্মে জান্নাতুল রিফামনি (৮ম শ্রেণী) ৩১৬ ভোট ,জয়নাব বেগম (৯ম শ্রেণী),আয়েশা সিদ্দিকা (৯ম শ্রেণী) ২৬২ ভোট পেয়ে কেবিনেট মন্ত্রী নির্বাচিত হয়েছে।
এছাড়া কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় দশম শ্রেণীর ছাত্রী মিফতাহুল জান্নাত মাহি ও দেলোয়ারা বেগম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইশরাত নওশিন ইফাত বিনা প্রতিদ্বন্ধিতায় কেবিনেট মন্ত্রী নির্বাচিত হয়।