আব্দুল হামিদ:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন- ছালেহ নুর করিম রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হ্লাথোয়াইচিং মার্মা।
২৮মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ ও সাধারণ সম্পাদক উবাচিং মার্মার যৌথ স্বাক্ষর ও সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয় বলে জানান। উক্ত কমিটিতে আংশিকভাবে ৯ জনের নাম ঘোষনা করা হয়।
অপরদিকে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করায় বাইশারী ছাত্রলীগের সকল সদস্যরা বাইশারী বাজারে এক স্বাগত মিছিল বের করেন। মিছিলটি বাইশারী বাজারের অলি-গলি প্রদক্ষিণ শেষে হাইস্কুল মাঠে মিলিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত ছাত্রলীগের সভাপতি ছালেহ নুর করিম উপস্থিত নেতাকর্মীদের মাঝে বলেন- আগামী দিনে ছাত্রলীগকে এগিয়ে নিতে যা যা করার দরকার তিনি তাই করবেন। তাই সকল সদস্যদের দ্বিধা-বিভক্তি ও মান-অভিমান ভুলে গিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।