আলাউদ্দিন, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার পুটিবিলার আল-আমিন মুসলিম কেজি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ সকালে অনুষ্ঠিত অনুষ্ঠােন সভাপতিত্ব করেন স্কুলের অভিভাবক সদস্য ডা: নিজাম উদ্দিন।
শিক্ষক মাওলানা শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর আহমদ কলেজের অধ্যাপক ডা: মো: জালাল আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচাল এম এম ইব্রাহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবদুর রশিদ, মাস্টার মোক্তার আহমদ, রুহুল আমিন, আবু তালেব, মাহামুদুল হাসান, নুরুল আলম, মাওলানা এজাহারুল হক, মাওলনা জয়নুল আবেদীন প্রমুখ।
বক্তারা বলেন- আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরা আগামীতে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত হবে। আজকের এই শিশুদেরকে সেইভাবে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কোমলমতি এই শিক্ষার্থীরা আগামীতে দেশের এক একজন কর্ণধার হিসেবে জ্বলে উঠবে এবং দেশের জন্য সারাবিশ্বে কাজ করে বাংলাদেশর জন্য সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।