হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়ির বাইশারি-ঈদগড়-ঈদগাঁও সড়কে সাধারণ মানুষের পাশাপাশি এবার ডাকাতের কবলে পড়লেন খোদ পুলিশ সদস্য।
শুক্রবার (৩১মার্চ) সকাল পৌনে নয়টায় সড়কের ঈদগড়স্থ হিমছড়িঢালায় সিএনজি গাড়ি থামিয়ে এই হামলার এঘটনা ঘটে। এসময় অন্যান্য যাত্রীদের সঙ্গে পুলিশ কনস্টেবল আবুল মনছুর আহত হয়েছেন।
কনস্টেবল আবুল মনছুর বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের আওতাধিন আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাইশারি থেকে ঈদগাঁও গামি সিএনজি গাড়ি ঈদগড়ের হিমছড়িস্থঢালায় পৌঁছলে ডাকাত দলের সদস্যরা থামিয়ে ফেলে। তখন যাত্রীদের কাছে যা আছে তা দিয়ে দিতে বলেন। কিন্তু অপরাগতা প্রকাশ করলে তাঁদের ওপর ডাকাত দল মারধর আরম্ভ করে। তবে এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনছুর পাল্টা আক্রমন করে ডাকাতের একনলা বন্দুক নিয়ে পাশের ঈদগড় পুলিশের টহল চৌঁকিতে ছুটে যান। কিন্তু ওই টহল চৌঁকিতে পুলিশের কোন সদস্য ছিলনা। এ কারণে ডাকাত দল মনছুরকে গুরুত্বর আহত করে অস্ত্রটা ছিনিয়ে নেয় এবং যাত্রীদের নগদ টাকা ও একাধিক মোবাইল লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক কৃঞ্চ কুমার দাস এবং আবু মুসা’সহ সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে উপপরিদর্শক আবু মুসা আমাদের রামু ডটকমকে বলেন, ‘আহত পুলিশ কনস্টেবল বর্তমানে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযান পরিচালনার পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।’