সংবাদ বিজ্ঞপ্তি:
রামু উপজেলা জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার জোয়ারিয়ানালা মাদরাসা গেইট ব্যবসায়ী সমিতি নির্বাচন শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি আওয়ামীলীগ নেতা মীর মোশারফ হোছন সিকদার ও যুবলীগ নেতা আনছারুল আলম এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ও আনছুর আলী প্রতিদ্বন্ধিতা করবেন।
রামুর রাবার বাগান রেস্ট হাউসে অনুষ্ঠিতব্য এ নির্বাচন পরিচালনা করবেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ইউপি সদস্য জসিমুল ইসলাম, মিজানুর রশিদ আমিন রুবেল। নির্বাচনে ১১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন, নির্বাচন সমন্বয়কারীর দায়িত্বে থাকা ডা. শফিকুল ইসলাম, সোহেল সাঈদ ও দিদারুল আলম।
উল্লেখ্য, ইতিপূর্বে অর্থ সম্পাদক পদে হোমিও চিকিৎসক সালামত কবির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কাংখিত এ নির্বাচন নিয়ে ব্যবসায়ি সহ স্থানীয়দের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।