খালেদ হোসেন টাপু:
কক্সবাজারে রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ নুরুল কাদের প্রকাশ মার্শাল (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত নুরুল কাদেরর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর ও এস আই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রশিদ নগর হামির পাড়া ওয়াহিদুল জামানের পরিতাক্ত মৎস্য খামের সামনে রাস্তার উপর থেকে ৫টি কার্তুজ, ১টি কিরিচ ১টি ছুরিসহ তাকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্যন্যা সহযোগিরা পাহাড়ে পালিয়ে যায়।
আটককৃত ডাকাত নুরুল কাদের গর্জনিয়া হাজির পাড়ার মৃত নুরুল আহমদের ছেলে।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।