সোয়েব সাঈদ:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে রামুতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধায় রামু চৌমুহনী স্টেশন চত্বর থেকে শুরু হওয়ায় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে চৌমুহনী চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, খুনিয়াপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিদ্যুৎ এমইউপি, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান।
মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংসদ কমলের একান্ত সচিব মিজানুর রহমান, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মিজানুল হক রাজা, যুগ্ন আহবায়ক রাশেদুল হক বাবু, রামু উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ আহমদ, ইকবাল, ইমরান, জাহেদ, স্বেচ্ছসেবকলীগ নেতা আরিফ খান জয়, ফরহাদ, নাছির, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা ইয়াছিন, মঈন আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে রামুবাসী আনন্দিত। বর্তমানে জেলায় স্মরণকালে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড চলছে। প্রধানমন্ত্রীর আগমনে এ উন্নয়ন অগ্রযাত্রা আরো বেড়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর এ আগমন কক্সবাজারবাসীর জন্য মাইলফলক হবে।
প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে আর্ন্তজাতিক বিমানবন্দর, সেনানিবাস, গভীর সমুদ্র বন্দর, সমুদ্র গবেষনা কেন্ত্র, আর্ন্তজাতিক স্টেডিয়াম, মেরিন ড্রাইভ সড়কসহ জেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীকে আরো বেশী করে সম্মান জানাতে পারলেই উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।