সোয়েব সাঈদ, রামু।
রামুতে এক ব্যবসায়ি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ওই ব্যবসায়িকে মারধর এবং মোটর সাইকেল ভাংচুর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, রাজারকুল ঘোনারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রফিক ও আবদু শুক্কুরের ছেলে কাউসার।
বুধবার ২৩ মার্চ রাত সাড়ে সাতটায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু-মরিচ্যা সড়কের পাঞ্জেখানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন ছিনতাইয়ের শিকার ব্যবসায়ি হাজ্বী সাহেদ সরওয়ার। এজাহারে উল্লেখ করা হয়েছে, হাজ্বী সাহেদ সরওয়ার রামু সেনানিবাসে ইট, বালি, সিমেন্ট, পাথর সরবরাহ করে আসছেন। ওইদিন সন্ধ্যায় সেনানিবাসস্থ ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে তিনি বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ১৫/১৬ জন উঠতি যুবক তার গাড়ির গতিরোধ করে মারধর করে সর্বস্ব লুট করে। এসময় আর্তচিৎকার দেয়ায় হামলাকারীরা তার মোটর সাইকেলটি ভাংচুর করে। এতে তাঁর ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু কে জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।