সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক প্রদীপ কুমার বড়ুয়া পরলোক গমন করেছেন। বৃহষ্পতিবার ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রদীপ কুমার বড়ুয়া স্থানীয় ভাগ্যধন বড়ুয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
মৃত্যুর খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল করিম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ তাকে দেখতে যান।
পারিবারিকসূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল তিনটায় স্থানীয় শ্মশানে প্রদীপ কুমার বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে রামু উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ প্রদীপ কুমার বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।