স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাঙামাটির লংগদুতে হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি জানান, ইতোমধ্যে ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হবে। ভিডিও দেখে আসামিদের গ্রেপ্তার করা সহজ হবে। এ জন্য পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।’
উল্লেখ্য, নূরুল ইসলাম নয়ন নামে যুবলীগের এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অনেক ঘরবাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।