বার্তা পরিবেশক:
উপমহাদেশের মুসলিম বাংলা সাংবাদিকতার অগ্রনায়ক, দৈনিক আজাদ ও মাসিক মোহাম্মাদী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাওলানা মোহাম্মদ আকরম খাঁ’র ১৪৮তম জন্মবার্ষিকী ছিলো ৭ জুন।
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৯০ তম পাক্ষিক সাহিত্য সভায় সাহিত্যিক-সাংবাদিক মাওলানা আকরম খাঁন জীবনালেক্ষ নিয়ে আলোচনা করা হবে। আগামী ৯ জুন ২০১৭, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৪, শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে একাডেমীর সাহিত্য সভা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সিনিয়র শিক্ষক ও একাডেমীর সহ-সভাপতি ছড়াকার মো. নাছির উদ্দিন সাহিত্যিক-সাংবাদিক মাওলানা মোহাম্মদ আকরম খাঁনের জীবনালক্ষ্যের উপর মূল প্রবন্ধ পাঠ করবেন।
উক্ত অনুষ্ঠানে একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।