মো: ইউছুপ মজুমদার :
বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জেলার সব পুলিশ কর্মকর্তাদের মাঝে একটি করে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করেন।
বুধবার (৭জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ বিষয়ক সভা শেষে এ স্মার্ট ফোন বিতরণ করা হয়।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়’এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) তাহসীন মাশরুফ হোসেন মাশফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রাণী সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বান্দরবান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম, কাউন্টার টেররিজম ইউনিট’র নতুন সদস্যদের প্রশিক্ষণ, রমজানেরে পবিত্রতা রক্ষার বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।