নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে তিন জেলায় ১৩৩ জনের মৃত্যুর খবর আসার পর কক্সবাজারের টেকনাফেও পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে।
টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, টেকনাফ উপজেলার ফোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতগরিয়া পাড়ায় বুধবার সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ সলিম (৪৩) ও তার মেয়ে তৃষামনি (১০)।
ওসি মাইনুদ্দিন বলেন, সলিমের পরিবার পাহাড়ের পাদদেশে গড়ে তোলা একটি কাঁচাঘরে বসবাস করছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে বাবা-মেয়ের লাশ পায়।
সূত্র: বিডিনিউজ।